Update
#

About Institute

আল আনওয়ার আইডিয়াল মাদ্রাসা এন্ড ইসলামিক স্কুল একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে ইসলামী জ্ঞান ও আধুনিক সাধারণ শিক্ষার সমন্বয়ে শিক্ষার্থীদের গড়ে তোলা হয়। আমাদের লক্ষ্য হলো আগামী প্রজন্মকে নৈতিকতা, ধর্মীয় মূল্যবোধ ও আধুনিক বিজ্ঞানের জ্ঞান দ্বারা সুসজ্জিত করা, যেন তারা সমাজের জন্য আদর্শ ও দক্ষ নাগরিক হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে। আমাদের পাঠ্যক্রমে কুরআন, হাদিস, ফিকহ ও ইসলামিক স্টাডিজের পাশাপাশি গণিত, বিজ্ঞান, ইংরেজি ও তথ্যপ্রযুক্তি শিক্ষা অন্তর্ভুক্ত রয়েছে। আমরা শিক্ষার্থীদের চরিত্র গঠন, নৈতিক উন্নয়ন এবং আধুনিক বিশ্বে নেতৃত্ব দেওয়ার জন্য প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা প্রদান করে থাকি। আল আনওয়ার আইডিয়াল মাদ্রাসা এন্ড ইসলামিক স্কুল সবার জন্য উন্মুক্ত, যেখানে একটি সুন্দর ও ইসলামিক পরিবেশে মানসম্মত শিক্ষা প্রদান করা হয়।

Organization statistics

89

Total Students

9

Total Teacher

1

Office Staff

7

Classroom

0

Buildings

Information of class wise authorized sections

Al Anwar Ideal Madrasah and Islamic School has almost all kinds of school infrastructure. We have a large library for our students and teachers. We have a playground for our students. We have a science lab, a computer lab et cetera.

ClassSection
Play A
Pre-Hifz A
Nursery A
One A
Two A
Three A
Hifz A

Institute Management Committee

#

Jahedul Islam

(Committe Member)

#

Aleya Begum

(Committe Member)

#

Mamunur Rashid

(Committe Member)

#

Redoan Islam

(Committe Member)

আমাদের মিশন

আমাদের মিশন হলো, আল আনওয়ার আইডিয়াল মাদ্রাসা এন্ড ইসলামিক স্কুল-এর মাধ্যমে কোমলমতি শিশুদের এমন একটি শিক্ষার পরিবেশ প্রদান করা, যেখানে তারা ইসলামী মূল্যবোধ, নৈতিক শিক্ষা এবং আধুনিক সাধারণ শিক্ষার সমন্বয়ে চরিত্র ও জ্ঞান বিকাশের সুযোগ পাবে। আমরা তাদের একটি আদর্শ সমাজ গঠনে কার্যকর ভূমিকা রাখতে সক্ষম নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করি।
#

আমাদের ভিশন

আমাদের ভিশন হলো, আল আনওয়ার আইডিয়াল মাদ্রাসা এন্ড ইসলামিক স্কুল-কে একটি শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত করা, যেখানে শিক্ষার্থীরা ইসলামী শিক্ষা ও আধুনিক জ্ঞানের সমন্বয়ে উন্নত ও নৈতিক মূল্যবোধে সুসজ্জিত হয়ে সমৃদ্ধ সমাজ গঠনে অবদান রাখতে সক্ষম হবে। আমরা এমন একটি প্রজন্ম তৈরির জন্য কাজ করি যারা বিশ্বব্যাপী শ্রেষ্ঠত্ব অর্জন করবে, ইসলামের মূলনীতির প্রতি আস্থা রাখবে এবং মানবতার সেবায় নিজেদের নিবেদিত করবে।
#

News/Blogs

#
  • Post by:Admin
  • Date:02/27/2025

কুইজ প্রতিযোগিতা

See More
#
  • Post by:Admin
  • Date:02/27/2025

Ramadan Fest

See More

Frequently Asked (FAQ)

কিছু অতি জিজ্ঞাসিত প্রশ্ন যুক্ত করা হলো যে প্রশ্নগুলোর মাধ্যমে আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে একটি স্বচ্ছ ধারনা লাভ করা যায়।

আমাদের ইসলামিক স্কুলে ইসলামী শিক্ষা (কুরআন, হাদিস,ইসলামিক ব্যাসিক নলেজ) এবং আধুনিক জেনারেল শিক্ষা (বাংলা, গণিত, ইংরেজি, বিজ্ঞান, সাধারণ জ্ঞান) দেওয়া হয়। এই সমন্বিত পাঠ্যক্রম শিশুদের সঠিকভাবে গড়ে তুলতে সহায়তা করে।

শিশুদের ভর্তি প্রক্রিয়া সহজ এবং স্বচ্ছ। আপনাকে আমাদের মাদ্রাসায় যোগাযোগ করতে হবে, এরপর প্রয়োজনীয় কাগজপত্র (জাতীয় পরিচয়পত্র, জন্ম সনদ ইত্যাদি) দিয়ে ভর্তি ফরম পূরণ করতে হবে। এরপর একটি ছোট পরীক্ষা বা সাক্ষাৎকার নেয়া হতে পারে (প্রয়োজনীয় হলে)। অথবা আমাদের অনলাইন এডমিশান ফরম পুরন করেও ভর্তি হতে পারবে।

আমাদের শিক্ষকগণ প্রশিক্ষিত, যোগ্য এবং অভিজ্ঞ। তারা শিশুদের জন্য বিশেষভাবে প্রশিক্ষণপ্রাপ্ত, এবং তারা কোমলমতি শিশুদের সঠিকভাবে শিক্ষাদান করার জন্য ইসলামী ও সাধারণ শিক্ষার সমন্বয় করেছে।

আমরা শিশুদের নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে থাকি। আমাদের মাদ্রাসা ভবনটি সুরক্ষিত এবং পর্যাপ্ত সিকিউরিটি ব্যবস্থা রয়েছে। শিক্ষকরা শিশুদের প্রতি সবসময় সজাগ এবং দায়িত্বশীল।

শিক্ষা প্রদান করার সময় আমরা সৃজনশীল এবং খেলাধুলা ভিত্তিক পদ্ধতি ব্যবহার করি, যাতে শিশুদের জন্য পাঠদান আনন্দময় এবং সহজ হয়। আমরা শিশুকে শিখানোর জন্য চিত্র, গল্প, গান এবং খেলাধুলার মাধ্যমে পাঠ্যক্রম শেখানোর চেষ্টা করি।

আমরা অভিভাবকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখি, যাতে তারা তাদের সন্তানের অগ্রগতি সম্পর্কে জানাতে পারেন। শিক্ষকরা অভিভাবকদের জন্য গাইডলাইন এবং পরামর্শ প্রদান করেন, যাতে তারা সন্তানদের শিক্ষা ও চরিত্র গঠনে সাহায্য করতে পারেন।

ভর্তি ফি এবং মাসিক খরচ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী নির্ধারিত হয়। তবে, আমরা একটি সাশ্রয়ী শিক্ষা ব্যবস্থা বজায় রাখার চেষ্টা করি যাতে সব স্তরের অভিভাবকরা তাদের সন্তানদের ভালো শিক্ষা দিতে পারেন। মেধাবী ও গরিব শিক্ষার্থীদের জন্য স্কলারশিপের ব্যবস্থা রয়েছে।